নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ তৃণমূল শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামের চাকরী বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, হাওড়া বিদ্যালয়ের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম দুর্নীতি করে চাকরী পেয়েছেন। তাতে কোনোভাবেই চাকরীতে রাখা যায় না। আর এদিন থেকেই এই নির্দেশ কার্যকরী হবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেন।
সম্প্রতি সিরাজুল ইসলামকে হাওড়ায় তৃণমূলের মাধ্যমিক শিক্ষাসেলের সাধারণ সম্পাদক করা হয়েছে। কিন্তু ২০০১ সালে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থাকায় হাইকোর্টের নির্দেশে চাকরী গিয়েছিল। কিন্তু এরপরও চাকরী করে গিয়েছেন। এবার ওই সিরাজুল ইসলামের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে। আর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে এই বিষয়টির উল্লেখ করেছিলেন। গত ১৩ ই মার্চ মামলাকারীর হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি ছিল।
তবে নানা অভিযোগ থাকা সত্ত্বেও তাকে শিক্ষা সংক্রান্ত পদে নিয়োগ করা হয়েছে কেন? এমনকি এফআইআরও দায়ের করা হয়নি কেন তা আদালত শুনানিতে জানতে চায়। পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে পুলিশ ভর্ৎসিত হয়। ফলে শুনানির পরই এফআইআর দায়ের করা হয়। কিন্তু ওই এফআইআরের প্রভাব যাতে চাকরীতে না পড়ে, তাই ফের সিরাজুল ইসলাম আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আর এদিন রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারক গোটা মামলা শুনেই জানিয়ে দেন, “ওই শিক্ষকের নিয়োগই সম্পূর্ণ বেআইনী। তাই আজ থেকে চাকরী থেকে বরখাস্ত করা হল।”