মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার আমডাঙার শিবদাস থানার অর্ন্তগত হরিশপুর খাসপাড়া গ্রামে চাষের জমি থেকে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়। ওই মহিলার পরনে কোনো জামা-কাপড়ও ছিল না। আর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। এই মৃতদেহ উদ্ধারের খবর চাউর হতেই পুলিশের কাছে খবর দেওয়া হয়।
আমডাঙা ও শিবদাসপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। কিন্তু মৃতদেহের অবস্থা দেখে চাপানউতোর শুরু হয়েছে। শুধুই খুন নাকি শারীরিক নির্যাতনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে? তা জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন। পাশাপাশি পুলিশ মৃতদেহের পরিচয় জানতে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।