নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির মোহিতনগরের নাওয়াপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় একটি ফুটফুটে প্রাণ শেষ হলো। আর এই ঘটনা নিয়ে পথ অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুর দেহ নিয়ে পরিবার রাস্তায় বসে পড়েন। সাথে সিপিএমের জেলা সম্পাদক পিযুষ মিশ্র ও স্থানীয় সিপিএম কর্মী সহ এলাকার বাসিন্দারা ছিলেন। মৃত শিশুটির বাড়ি জলপাইগুড়ির হরিজন বস্তি এলাকায়। মার সাথে মোহিত নগর এলাকায় মামাবাড়িতে এসেছিল।
জানা গিয়েছে, মোহিত নগর ঝাঁ বাড়ি মোড় সংলগ্ন এলাকায় কয়েকটি হিমঘর রয়েছে। এদিন স্থানীয় একটি হিমঘরে আলু রাখায় এলাকায় যানজট সৃষ্টি হয়। রাস্তার একদিক দিয়ে গাড়ি চলাচল করে। তখন পাঁচ বছর বয়সী অভি নামে এক শিশু ওই রাস্তা দিয়ে চিপস কেনার জন্য দোকানে যাচ্ছিল। ঠিক ওই সময় দশ চাকার একটি লরি অভিকে পিষে দিতেই ঘটনাস্থলে মৃত্যু হয়। এর প্রতিবাদে ওই শিশুর পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান। এরপর স্থানীয় আলুর দালালরা তাদের রাস্তা থেকে তুলতে আসলে বচসা শুরু হয়।
পরে কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। আর যান নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এলাকাবাসীদের অভিযোগ, “আলুর মরশুম হলেই প্রতিবার এই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়।” সিপিএমের জেলা সম্পাদক পিযুষ মিশ্র এই বিষয় বলেন, “আগেই প্রশাসনকে এই উদ্বেগ জানিয়ে মেসেজ করেছিলাম। এটি খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা। এই রাস্তাটা খুবই ব্যস্ততম। এখানে হিমঘর আছে। আগেই প্রশাসনকে বলেছিলাম কটা লরি ঢুকবে তা জানিয়ে রাখতে হবে। কিন্তু কোনো উদ্যোগই নেয়নি।”