নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে আবারও ধস নামলো। পর পর তিন দিন এই ধস নামায় এলাকাবাসীরা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এর জেরে এলাকাবাসীরা ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা বোঝাই গাড়ি নিয়ে যেতে বাধা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকালও বেলগাছিয়ার ভাগাড় এলাকায় ধস নামে। যার ফলে রাস্তার ফাটল বাড়তে থাকে। আর এই ধস নামার কারণে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পাইপ লাইন ফেটে গিয়ে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে একবার নয়, বারবার এই ধস নেমেছে। এলাকারবাসীর দাবী, “ওই এলাকা দিয়ে আবর্জনা বোঝাই গাড়ি যাওয়ায় এই ধস নামে।” এদিন এই ঘটনার পর এলাকাবাসীরা ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখান। এদিকে, রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও খবর পেয়ে এলাকায় পৌঁছে যান।
অরূপ রায় প্রসঙ্গে জানান, “এর আগে ২০০৯ সালে হাওড়া পুরসভা বিরোধী দলের হাতে ছিল। ওই সময় তারা এই এলাকায় উচ্ছেদ করতেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে আটকেছিলাম। এবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। আর জলেরও সমস্যা রয়েছে। শিবপুর, সালকিয়া ও মধ্য হাওড়াতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুরসভা কাজ করছে। এরপর আবার বৃষ্টি হচ্ছে। সব বাধা বিপত্তি উপেক্ষা করেই কাজ হচ্ছে।”