চয়ন রায়ঃ কলকাতাঃ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারী কর্মীদের অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম বাড়লো। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদোৎসব এবং ঈদের আগে এই বোনাসও অগ্রিম পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ডি-এর দাবীতে যখন সরকারী কর্মচারীদের একাংশের আন্দোলন মুখর, সেই আবহেই রাজ্য সরকারী কর্মচারীদের অ্যাড হক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানানো হয়েছে, ২০২৫ সালের ৩১ শে মার্চ অবধি যে সব কর্মীদের বেতন মাসে ৪৪ হাজার বা তার নীচে তারা এবার অ্যাড হক বোনাস হিসেবে ৬ হাজার ৮০০ টাকা পাবেন। ২০২৪ সালে এই অ্যাড হক বোনাস ৬ হাজার টাকা ছিল। আর বেতনের উর্দ্ধসীমা মাসিক ৪২ হাজার ছিল। এছাড়া গত বছরের তুলনায় উৎসব অগ্রিমও বেড়েছে। যেখানে গত বছর যাদের বেতন মাসিক ৪২ হাজার থেকে ৫০ হাজার টাকা ছিল, তাদের উৎসব অগ্রিম ১৮ হাজার টাকা দেওয়া হয়েছিল। আর চলতি বছর যাদের বেতন মাসিক ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত তারা উৎসব অগ্রিম হিসেবে ২০ হাজার টাকা পাবেন।
Sponsored Ads
Display Your Ads Here
অবসরপ্রাপ্ত সরকারী কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ৩১ শে মার্চের মধ্যে যারা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তারা এই উৎসব ভাতা পাবেন। যাদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম তারা এই ভাতা ৩ হাজার ৫০০ টাকা পাবেন। যা এবার তিনশো টাকা বাড়ল। গত বছর উৎসব ভাতার প্রাপকদের পেনশনের উর্দ্ধসীমা মাসে ৩৫ হাজার টাকা ছিল। এবার তা বেড়ে ৩৮ হাজার টাকা হয়েছে। আর এই একই সুবিধা রাজ্য সরকারী অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও পাবেন।
Sponsored Ads
Display Your Ads Here