নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দোল খেলার পর গঙ্গায় স্নান করতে গিয়ে আর ঘরে ফিরল না একাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে শিবপুর ঘাটের কাছে। বিকালে তাঁর দেহ উদ্ধার করে রিভার ট্রাফিক পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম আতিশ চৌধুরী। বয়স ১৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে হোলি খেলার পর শুক্রবার দুপুর দুটো নাগাদ শিবপুর ঘাটে গঙ্গায় স্নান করতে যায় বেতাইতলার বাসিন্দা এবং একটি ইংরাজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র আতিশ। ঘাটেও তার সঙ্গে কয়েকজন কলেজ পড়ুয়া বন্ধু ছিল। সে সাঁতার না জানলেও ঘাটের কাছে কংক্রিটের ডেক থেকে ঝাঁপ মারে গঙ্গায়। তারপর তলিয়ে যায় নদীতে। তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। থানা থেকে খবর দেওয়া হয় রিভার ট্রাফিক পুলিশে।
Sponsored Ads
Display Your Ads Here
রিভার ট্রাফিক পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা লঞ্চ এবং নৌকার সাহায্যে তন্ন তন্ন করে নদীতে তল্লাশি শুরু করে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘাট থেকে কিছুটা দূরে তার দেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটল, তা জানতে দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here