চয়ন রায়ঃ কলকাতাঃ দক্ষিণবঙ্গের আবহাওয়া স্বস্তিদায়ক হলেও বেলা বাড়তেই অস্বস্তিকর হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাবে। দোলের পরে পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস আছে। (কোনো অঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রী সেলসিয়াসের বেশী হলে বা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রী সেলসিয়াস বেশী হলে ওই অঞ্চলে তাপপ্রবাহ হয়েছে বলে ধরে নেওয়া হয়।) আবার সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা দু’ডিগ্রী সেলসিয়াস থেকে চার ডিগ্রী সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। পরের দু’দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। গোটা দক্ষিণবঙ্গেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার ডিগ্রী সেলসিয়াস থেকে ছ’ডিগ্রি সেলসিয়াস বেশী থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ থাকতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলায় আপেক্ষিক আর্দ্রতা সত্তর থেকে আশি শতাংশ থাকতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
আর শুষ্ক পশ্চিমা বায়ুর কারণে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে। শনিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। রবিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের দু’-এক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম সহ অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, যেসব এলাকায় তাপপ্রবাহ হতে পারে, সেখানে সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গেও আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রী সেলসিয়াস থেকে চার ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আর তার পরের দু’দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি চলতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here