নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় হাওড়া রেল পুলিশের হাতে মূল পাচারকারী মহিলা গ্রেফতার হয়েছে। এরপর ওই মহিলাকে আদালতে তোলা হয়। কিন্তু এখনো ওই শিশুকে উদ্ধার করা যায়নি।
সূত্রের খবর, গত ৫ ই মার্চ হুগলীর এক জন মহিলা দক্ষিণ চব্বিশ পরগণার লক্ষ্মীকান্তপুরে স্বামীর কাছে যাওয়ার আগে সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে ও সাত বছর বয়সী এক মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন। তবে সারারাত জেগে থাকার পর সকালবেলার দিকে একটু ঝিমিয়ে পড়েন। ওই সময় শাহানারা বেগম নামে এক জন মহিলা ওই মহিলার ছোটো মেয়েটিকে নিয়ে চম্পট দেন। এরপর শিশুটির মা হাওড়ার রেল পুলিশকে বিষয়টি জানালে রেল পুলিশের তরফে হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে দেখা যায়, শাহানারা বেগম শিশুটিকে নিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে হয়ে স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে বের হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে উলুবেড়িয়ার কুলগাছিয়ার পোটোপাড়ায় বাড়ি থেকে গ্রেফতার করেন। কিন্তু শাহানারা বেগমের কাছ থেকে শিশুটিকে পাওয়া যায়নি। তবে পুলিশ শাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছেন যে, অপহৃত শিশুটিকে রাজস্থানের কোনো এক জন দম্পতিকে বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে পুলিশের পক্ষ থেকে সেখানে তদন্তকারী দল পাঠানো হবে। পাশাপাশি রেল পুলিশের তরফ থেকে ওই অভিযুক্ত মহিলাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আবেদন করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here