নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বহরমপুর শহরের গোরাবাজার এলাকায় বন্ধুকে নিজের ফ্ল্যাটে ডেকে খুনের অভিযোগ উঠলো এক জন যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম তাহেল শেখ। বয়স ২৪ বছর।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যাবেলা তাহেলকে বন্ধু মহম্মদ সুরজ শেখ ওরফে মৃণাল নিজের ফ্ল্যাটে ডেকে পাঠায়। এমনিতে সুরজ লালগোলার নলডহরি গ্রামের বাসিন্দা। কাজের জন্য বহরমপুরে থাকত। এদিকে তাহেল বাড়িতে জানায়, সে রাতেরবেলা ফিরবে না সুরজের বাড়িতেই থাকবে। এরপর গতকাল সকালবেলা তাহেলকে ওই ফ্ল্যাটের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। তারপর তার পরিবারের সদস্যরা এসে তাহেলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাহেলের পরিবারের সদস্যরা জানান, ‘‘তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তবে গলা থেকে মুখ কালো হয়েছিল।’’

- Sponsored -
এদিকে, এই ঘটনার পর থেকে সুরজ পলাতক। কিন্তু ঘনিষ্ঠ বন্ধুই এমন কীর্তি ঘটালো কেন, তা কেউ বুঝতে পারছে না। অন্যদিকে, তাহেলের বাবা খুদু শেখ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে সুরজের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। আর পুলিশও অভিযোগের ভিত্তিতে মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তাছাড়া, সুরজের ফ্ল্যাট পরীক্ষা করার পাশাপাশি সুরজের খোঁজে তল্লাশি চলছে। আর গোটা ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।