ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ রাতভর গুলির লড়াইয়ের পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের বালোচিস্তানে অপহৃত হওয়া ট্রেনের একশোর বেশী পণবন্দি যাত্রীকে উদ্ধার করলো। আর গুলির লড়াইয়ে বিএলএর (বালোচিস্তানের স্বাধীনতাপন্থ সশস্ত্র সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি) ১৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে। কিন্তু এখনা ট্রেনে কতজন যাত্রী পণবন্দি রয়েছেন, তা স্পষ্ট নয়। এদিকে বিএলএ তাদের সদস্যদের মৃত্যুর খবর অস্বীকার করেছে।
গতকাল বিএলএ জঙ্গিরা বালোচিস্তানের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে জাফর এক্সপ্রেস অপহরণ করে। ওই এক্সপ্রেসের ন’টি বগিতে প্রায় চারশো জন যাত্রী ছিলেন। বিএলএ একটি বিবৃতির মাধ্যমে জানায়, “পণবন্দিদের উদ্ধারে সেনা অভিযান হলে যাত্রীদের খুন করা হবে। এছাড়া বালোচিস্তানের জেলবন্দি রাজনৈতিক নেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। এমনকি জওয়ানদের হাতে অপহরণ হওয়া নিখোঁজ ব্যক্তিদেরও মুক্তি দিতে হবে। আর ৪৮ ঘণ্টার মধ্যে দাবী মানা না হলে ট্রেন পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারীও দেওয়া হয়েছে।”

- Sponsored -
বিএলএ হুঁশিয়ারি দিলেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পণবন্দি যাত্রীদের উদ্ধারে নামে। আর সারা রাত ধরে জঙ্গি গোষ্ঠীদের সাথে গুলির লড়াই চলে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছে। সবাইকে নিকটবর্তী শহর মাচের একটি অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর গুলির লড়াইয়ে ষোলো জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। তবে বিএলএ জানিয়েছে, “এই গুলির লড়াইয়ে ত্রিশ জন জওয়ান মারা গিয়েছেন।” যদিও পাক প্রশাসনের তরফে এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।