ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তানের বালোচিস্তানে জঙ্গিরা পাকিস্তানের ছ’জন সেনাকর্মীকে নিকেশ করে জাফর এক্সপ্রেস অপহরণ করেছে। আর একশোর বেশী যাত্রীকে পণবন্দি করা হয়েছে। বিএলএ (বালোচ লিবারেশন আর্মি) নামে একটি জঙ্গি সংগঠন এই অপহরণের দায় স্বীকার করেছে।
সূত্রের খবর, জাফর এক্সপ্রেস বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। ন’বগির এই এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় চারশো জন যাত্রী ছিলেন। জঙ্গিরা বোলানের মাশকফে হামলা চালায়। এমনকি তাদের মুক্তিযোদ্ধরা বোলানে রেলপথ অবধি উড়িয়ে দেয়। এর জেরে এক্সপ্রেস ট্রেনটি থামতে বাধ্য হয়। আর এরপরই জঙ্গিরা এক্সপ্রেস ট্রেনটিকে দখল করে নেয়।

- Sponsored -
বিএলএ জঙ্গি সংগঠনটি পাকিস্তান প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, “পণবন্দিদের মুক্ত করে যদি কোনো সেনা অভিযান চালানো হয়, তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে। সেক্ষেত্রে সব পণবন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার দায় পাকিস্তান সেনাকে নিতে হবে।” এদিকে, জঙ্গি সংগঠনটি এক্সপ্রেস ট্রেনটির দখল নেওয়ার পরই প্রশাসন তৎপর হয়ে ওঠে। বালোচিস্তান প্রশাসন সব সরকারী সংস্থাকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। আর হাসপাতালগুলিকেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে পাকিস্তানের সেনা বোলানের মুশকোয়াফ এলায় পৌঁছে গিয়েছে।
পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক বালোচিস্তান রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে বিএলএ। পাকিস্তান সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এবার ট্রেন অপহরণ করল। কিন্তু, এখনও পর্যন্ত কোনও দাবি জানায়নি এই জঙ্গি সংগঠনটি। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কোয়েত্তা রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ৬২ জন জখম হন।