অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পার্কসার্কাস চার নম্বর ব্রিজের কাছে লরির ধাক্কায় ১ জন বাইক আরোহী প্রাণ হারায়। ওই বাইক আরোহী পেশায় এক জন অ্যাপ বাইক চালক। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

- Sponsored -
জানা যাচ্ছে, ওই বাইক চালক চার নম্বর ব্রিজ থেকে পার্ক-সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিল। লোকেশন অন করেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। ওই সময় একটি লরি চলে আসতেই ওই বাইক চালকের লরির সাথে রেষারেষি হয়। এরপর লরিটি তাকে ধাক্কা মারতেই ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয়। তারপর লরি চালক লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বেনিয়াপুকুর থানার পুলিশ খবর পাওয়া মাত্র পার্কসার্কাস সেভেন পয়েন্টের কাছে এসে লরি সমেত লরি চালককে আটক করে থানায় নিয়ে যায়।