ব্যুরো নিউজঃ আমেরিকাঃ সম্প্রতি আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলন মাস্কের সঙ্গে বৈঠকও করেন। আর তারপর টেসলা ভারতে আসার খবর জানিয়েছিল। আর তার এক মাসের মধ্যেই এই আমেরিকান ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা বিরাট ধাক্কা খেল। ১০ ই মার্চ সংস্থার শেয়ারের মূল্য হুড়মুড়িয়ে প্রায় পনেরো শতাংশ কমে যায়। ফলে সংস্থাটি প্রায় ১২৫ বিলিয়ন আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ৯০ হাজার কোটি টাকা বাজার থেকে হারায়।
যা ভারতের প্রধান তিনটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি, টাটা মোটরস ও মাহিন্দ্রার সম্মিলিত বাজার মূল্যের তুলনায় বেশী। আমেরিকান ধনকুবের ইলন মাস্ক টেসলার শেয়ারের দামে এই পতনে বিরাট ধাক্কা খেয়েছেন। সূত্রের খবর, ২০২৫ সালের ১১ ই মার্চ অবধি ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১৩২ বিলিয়ন আমেরিকান ডলার কমেছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৩০১ বিলিয়ন আমেরিকান ডলার অর্থাৎ ২৬ লক্ষ ২৪ হাজার ৩৩৫ কোটি টাকা দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
টেসলার শেয়ারের দামের এই পতনের পিছনে বিশেষজ্ঞরা বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন। আমেরিকার রাজনীতিতে ইলন মাস্কের প্রবেশ কিছুটা হলেও টেসলার ইমেজে ধাক্কা দিয়েছে। আবার অনেকের কথায়, “চীনে টেসলার নতুন আধা-স্বয়ংক্রিয় ফিচার নিয়ে আসতে দেরী হওয়াও টেসলার শেয়ারের দামে প্রভাব ফেলেছে।” এর সাথে ট্রাম্পের শুল্ক যুদ্ধ যুক্ত হয়েছে। যে কারণে অনেক ক্ষেত্রে টেসলার গাড়ির দাম বেড়েছে এবং শেয়ারের দাম ধাক্কা খেয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here