অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক জন যুবতীকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বয়স ৫৯ বছর। বাড়ি ভবানীপুরে।

- Sponsored -
নির্যাতিতার দাবী, “তাকে ভবানীপুরের একটি হোটেলের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এমনকি মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হয়।” এরপর ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আপাতত পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছেন। আর ওই যুবতীকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে কেন? ওই ব্যক্তি ওই যুবতীর পূর্ব পরিচিত ছিলেন কি না, তা জানতে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কিন্তু বার বার এই ধরণের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।