নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আজ কোচবিহারের শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামের ষোলোচালা এলাকায় নলকূপের পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মৃতদের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতরা হলো ৪০ বছর বয়সী আজিজার মিঞাঁ, ৪৫ বছর বয়সী শহিদুল মিঞাঁ ও ৫৫ বছর বয়সী যশোর মিঞাঁ।
স্থানীয় সূত্রে যাচ্ছে, এদিন আজিজার মিঞাঁ, শহিদুল মিঞাঁ এবং যশোর মিঞাঁ জমিতে সেচের পাইপ বসানোর কাজ চলাকালীন হঠাৎ হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই মুহূর্তের মধ্যে তিন জন একেবারে আগুন লেগে ঝলসে যান। এরপর উত্তেজনা তৈরী হতেই শীতলকুচি থানার পুলিশের কাছে খবর চলে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আজিজার মিঞাঁ, শহিদুল মিঞাঁ ও যশোর মিঞাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। কিন্তু শেষমেশ চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here