নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ এ যেন চরম নৃশংসতা! যা দেখে শিউরে উঠলো উত্তরপ্রদেশের কানপুর। দুই বন্ধু নিজেদের যৌন চাহিদা মেটাতে রাস্তায় দেখতে পাওয়া ১৩ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণ করলো। আর ধর্ষণের পর ওই কিশোরকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।
অভিযোগ ওঠে, ‘‘রমজান মাস চলায় অভিযুক্ত এক যুবকের প্রেমিকা শারীরিক সম্পর্ক স্থাপনে না করে দিয়েছিল। এরপর ওই যুবক এক জন বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, সেখানে গিয়ে জানতে পারে ওই যুবকেরও একই অবস্থা। ওই যুবকের স্ত্রীও যৌনতায় না করে দিয়েছে। ফলে দু’জনে শরীরের চাহিদা মেটানোর কথা ভাবছিল। আর ওই সময় পাড়ার পরিচিত এক জন কিশোরকে দেখতেই ওই যুবকরা কিশোরকে কলগার্লের সঙ্গে দেখা করাবে বলে জঙ্গলে এনে হাত-পা বেঁধে ধর্ষণ করে।

- Sponsored -
তারপর ধর্ষণের পর গলায় দড়ি জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে নিকটবর্তী একটি কুয়োয় দেহ ফেলে দেয়।’’ এদিকে যখন নিখোঁজ কিশোরের পরিবার গোটা এলাকায় ছেলের খোঁজাখুঁজি করছিল, তখন এক জন প্রতিবেশী এসে বলে যে, ‘‘নিজেদের মোবাইল চেক করতে, অপহরণ হয়ে থাকলে অপহরণকারীরা নিশ্চয়ই মুক্তিপণ চেয়েছে।’’ এরপর পরিবারের সদস্যদের ফোন চেক করে দেখা যায়, সত্যিই কিশোরের কাকার ফোনে দশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ এসেছে।
তারপর পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে যে ব্যক্তি মোবাইল চেক করার পরামর্শ দিয়ে গিয়েছিল, তাকেই জেরা করে। আর বয়ানে বেশ অসঙ্গতি পেতেই পুলিশ চাপ দিলে অভিযুক্ত যাবতীয় অপরাধ স্বীকার করে নেয়। এই ঘটনায় পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি আরেক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।
