মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল সন্ধ্যাবেলা উত্তর চব্বিশ পরগণার বেলঘরিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে ১ জন তৃণমূল কর্মী খুন হলেন। আর ওই গুলিতে ১ জন যুবক আহত হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং। অপর যে যুবক গুলিবিদ্ধ হয়েছে, তার নাম সন্তু দাস। বাড়ি আগরপাড়ার আজাদহিন্দ নগরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, বিকাশবাবু একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন তিন জন যুবক বাইকে করে এসে তাকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। আর বিকাশবাবু পালাতে গেলে দুষ্কৃতীদের গুলি সন্তুর গায়ে লাগে। আর গুলি চালানোর পরই দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতির জন্য বিকাশবাবুকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেলঘরিয়া থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে আসে।
গুলিবিদ্ধ সন্তুর স্ত্রী রিয়া কর্মকার জানায়, “ডাক্তার দেখাতে এসে চা খাচ্ছিলাম। আচমকা তিন জন এসে একজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে সেই সময় আমার স্বামীর গায়েও গুলি লাগে।” অন্যদিকে, বিকাশবাবুর মা সীতা সিং বলেন, “ছেলে কাজ সেরে ফিরে ওখানে চা খাচ্ছিল। কারোর সাথে ঝামেলা ছিল না।” কিন্তু বিকাশবাবুর উপর কারা কেন হামলা চালালো তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু হয়েছে।