নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আগে থেকেই খবর ছিল। সেই মতো পুলিশ হাওড়া ময়দানে সক্রিয় ছিল। এরপরই একটি হলুদ ট্যাক্সিকে ধরে গাড়ির ডিকি খুলতেই আবগারী দপ্তরের কর্তাদের চক্ষু চড়কগাছ। এদিন আবগারী দপ্তরের আধিকারিকরা প্রচুর নামী ব্রান্ডের নকল মদ উদ্ধার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে আধিকারিকদের কাছে আগেই খবর ছিল যে, দোলের আগে একটি হলুদ ট্যাক্সিতে করে বিপুল পরিমাণ জাল মদ পাচার করা হচ্ছে। সেই মতো হাওড়ার দাসনগর এক্সসাইজ সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সসাইজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে একটি অভিযান চালানো হয়। তারপর আধিকারিকরা খবর অনুযায়ী হাওড়া ময়দানের কাছে বঙ্কিম সেতুতে সংশ্লিষ্ট হলুদ ট্যাক্সিকে চিহ্নিত করে সেটিকে অনুসরণ করতে শুরু করেন।
এরপর টিকিয়াপাড়া স্টেশনের কাছে ধাওয়া করে ওই হলুদ ট্যাক্সিকে আটক করে তল্লাশী শুরু করতেই ডিকি খুললে বিপুল পরিমাণ নামী-দামী ব্র্যান্ডের জাল মদ দেখা যায়। তারপর আধিকারিকরা সমস্ত মদ বাজেয়াপ্ত করেন। পাশাপাশি ট্যাক্সি চালক সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর ওই মদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়। হাওড়া রেঞ্জের অফিসার এমএনখান এই প্রসঙ্গে জানান, “মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় যাতে জাল মদ বাজারে ছড়িয়ে না পড়ে।”