ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ আজ বাংলাদেশের রাজধানী ঢাকা জঙ্গি গোষ্ঠী তথা হিযবুত তাহরীর মিছিলকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠলো। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পুলিশ মারমুখী হিযবুত সমর্থকদের ঠেকাতে লাঠি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করার পাশাপাশি বেশ কয়েক জনকে গ্রেফতারও করেছে।
সূত্রের খবর, নিষিদ্ধ হিযবুতের তরফে আগেই ‘মার্চ ফর খিলাফত’ আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। এদিন নমাজের পরে হিযবুতের নেতা-কর্মীরা বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ব্যানার-পতাকা নিয়ে মিছিল শুরু করেন। পল্ট মোড়ে পুলিশ মিছিল আটকাতেই উত্তেজনা ছড়ায়। সেখানে ইট ছোঁড়াও হয়। সে সময় পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। আর কয়েক জনকে গ্রেফতারও করা হয়। এরপর আন্দোলনকারীরা মূল সড়ক থেকে অলিগলিতে ঢুকে বিক্ষিপ্ত ভাবে হামলা চালান।

- Sponsored -
উল্লেখ্য, গত বছর গণআন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরে হিযবুতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসের পতাকা নিয়ে মিছিল করার অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলমের সাথে হিযবুতের যোগাযোগের অভিযোগ উঠেছিল।
কিন্তু ইউনূস সরকারের আমলেও ওই সংগঠন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়নি। প্রসঙ্গত, ২০০৯ সালের ২২ শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার সরকার হিযবুত তাহরীরকে ‘নিষিদ্ধ সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরণের মিছিল, সমাবেশ, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যকলাপ চালানো ফৌজদারি অপরাধ।