নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের নালন্দার বাহাদুর গ্রামের একটি বড়ো সড়কের ধার থেকে ১ যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবতীর পরনে নাইট ড্রেস ছিল। তবে সবচেয়ে অবিশ্বাস্যকর বিষয় হল, যুবতীর দুই পায়ের পাতায় পেরেক গাঁথা ছিল। সব মিলিয়ে প্রায় এগারোটি পেরেক গাঁথা ছিল বলেই জানা গিয়েছে।
জানা গেছে, পথচলতি মানুষই প্রথম যুবতীকে দেখতে পেয়ে রীতিমতো হকচকিয়ে উঠে পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। কিন্তু খুনের কারণ স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণ করেই এই খুন করা হয়েছে। অভিযুক্ত ওই যুবতীর চেনা-পরিচিত হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারে জানা যাবে।