Indian Prime Time
True News only ....

রেলের তরফে বন্ধ করে দেওয়া হলো চার দশকের পুরোনো স্কুল

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর ব্যান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন অবস্থিত। গত চার দশকেরও বেশী সময় ধরে এই বিদ্যালয় চলছিল। একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল। তাতেও বিদ্যালয় চলতে থাকে। তবে পরে পাকা ভবনে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ২৪০ জন। অনেক পড়ুয়া এই বিদ্যালয় পড়াশোনা করে পরবর্তীতে প্রতিষ্ঠিতও হয়েছে। আর বিদ্যালয়টি বেসরকারী হলেও রেলের তরফে পরিচালনা করা হয়। কিন্তু গত এক সপ্তাহ থেকে বিদ্যালয়ের গেটে তালা ঝুলতে দেখে সকলেই একেবারে বিস্মিত। প্রাক্তনীরাও বিদ্যালয় বন্ধ হওয়ার খবর পেয়ে চলে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস জানান, “গত ২৫ তারিখ রেল নোটিশ দিয়েছিল। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। ডিআরএমের সঙ্গেও দেখা করেছি। হঠাৎ করে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে।” এছাড়া এই ঘটনার প্রতিবাদে অভিভাবকরা থেকে শুরু করে পড়ুয়ারা এমনকি প্রাক্তন-প্রাক্তনীরা রাস্তায় নেমে পড়ে। পাশাপাশি অভিভাবকরা দাবী জানাতে থাকেন যে, “এখন বাচ্চারা যাবে কোথায়? ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে। সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক? নাহলে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক।”

এরপর এই পথ অবরোধ তুলে পরিস্থিতি সামাল দিতে আরপিএফ ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসেন। এদিকে পূর্ব রেল সূত্রে খবর, রেলের জায়গায় বেআইনী দখলদারী আইনীভাবে উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন এবং সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধ ভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.