নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের গ্বালিয়রে ১৭ বছর বয়সী এক কিশোরীকে পাঁচ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠলো বন্ধুর বিরুদ্ধে। কিশোরী ওই যুবকের পূর্ব পরিচিত ছিল।
সূত্রের খবর, প্রায় দু’বছর আগে কিশোরীর উত্তরপ্রদেশের জলৌনে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওই যুবকের সঙ্গে আলাপ হয়েছিল। এরপর থেকে মাঝের মধ্যে ফোনে যোগাযোগ হত। পরে। পরে তাও বন্ধ হয়ে যায়। তারপর সম্প্রতি ওই যুবক ওই কিশোরীকে ফোন করে ঝাঁসিতে ডেকে পাঠান। আর বলে, ‘‘তার একটি গোপন ভিডিয়ো কাছে রয়েছে। ঝাঁসি না আসলে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে।’’ এরপরই কিশোরী ভয় পেয়ে ঝাঁসিতে তার সাথে দেখা করতে যায়।

- Sponsored -
আর কিশোরী সেখানে পৌঁছোনোর পর তাকে একটি বাড়িতে আটকে রেখে পাঁচ দিন ধরে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে কিশোরী পরিবারকে সব জানালে পরিবারের তরফে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আর ওই যুবকের খোঁজ শুরু করার পাশাপাশি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারার পাশাপাশি শিশু সুরক্ষা আইনের (পকসো) অধীনে মামলা দায়ের করা হয়েছে।