নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ একদিন আগেই প্রাক্তন পুরকর্মীদের বকেয়া টাকার দাবীতে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভা রক্তাক্ত হয়েছিল। এই ঘটনায় চেয়ারম্যানের অনুগামীদের দিকেই অভিযোগের তীর উঠেছিল। আর আজ আবার বীরভূমের খয়রাশোলের বড়রা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। মৃত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামুল উজ্জ্বল হক কাদেরী গোষ্ঠীর হয়ে কাজ করতেন। স্বপন সেন গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। যার জেরে নিয়ামুলের কোমরও ভেঙে যায়। এরপর নিয়ামুলকে রক্তাক্ত অবস্থাতেই উদ্ধার করে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু সময় চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর এদিন ভোরবেলা এই হাসপাতাল থেকেও অন্যত্র পাঠানো হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয়। তারপর মৃতদেহ সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হলে এখানেই ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে।
Sponsored Ads
Display Your Ads Here