নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বিজেপি পরিচালিত নদীয়ার বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে একজন স্থায়ী কর্মী সহ তিন জন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। যদিও গ্রাম প্রধানের এই বিষয়ে কিছু জানেনা বলে দাবী করেছে। ধৃতদের শুক্রবার রানাঘাট আদালতে পেশ করা হয়।
২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরও দুই গ্রেফতার। ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠাই হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেই বারংবার অভিযোগ উঠছিল বিভিন্ন রকম দুর্নীতির। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরূপের অভিযোগও।
Sponsored Ads
Display Your Ads Here
দুর্নীতির কারণে গ্রেফতার হয় বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায়-সহ আরও তিনজন। হাঁসখালি থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করেছে। এই ঘটনা নিয়ে বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন বলেন, “পুলিশ পুলিশের মত কাজ করবে এ বিষয়ে আমার কিছু বলার নেই।” এ ব্যাপারে হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন, “মোট ৪,৮৮৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে। যেটা কোনওভাবেই সম্ভব নয়। যেখানে একটা পঞ্চায়েতের একটা গ্রামে বছরের তিনটের থেকে চারটে শিশু জন্মায় সেক্ষেত্রে এই বিপুল শিশু জন্মের যে সার্টিফিকেট তৈরি হয়েছে তার সম্পূর্ণ জাল।”
Sponsored Ads
Display Your Ads Here
সরকারি নথিতে ছাড়া ব্লক জুড়েও এত শিশু জন্ম হয় কীভাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কি হাসপাতালে প্রতি মানুষের আত্মা নেই, তাহলে কি বাড়িতে সন্তান জন্ম নিয়েছে ? এই প্রশ্নের উত্তরের সভাপতি বলেন, “আমরা আশা কর্মী হেলথ সেন্টার এমনকি বগুলা গ্রামীণ হাসপাতালে নথিতে এক তৃতীয়াংশ শিশুর জন্মের নথি পাইনি । জাল নথি করার অভিযোগ এই পঞ্চায়েতের চারজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি চান পুলিশ প্রশাসন করা হাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।” বগুলা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এই প্রসঙ্গে বলেন, “সম্পূর্ণ দু’নম্বরই করে জাল জন্ম সার্টিফিকেট করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here