নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে এক নাবালিকার সঙ্গে লুকোচুরি খেলার নাম করে বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠলো প্রতিবেশী এক জন যুবকের বিরুদ্ধে। তবে পুলিশ প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ই ফেব্রুয়ারী বিকেলবেলা নাবালিকার মা তাকে মামা বাড়িতে রেখে পাশে সেলাইয়ের কাজ করতে গিয়েছিলেন। ওই সুযোগে প্রতিবেশী যুবক বাড়িতে ঢুকে নাবালিকাকে লুকোচুরি খেলার নাম করে বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। পরে বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবারের সদস্যরা ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর পুলিশ অভিযোগের ভিত্তিতে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর পকসো আইনে মামলা রুজু করে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তদন্তে নেমে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে। এরপর বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ওই যুবককে একদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। আজ ফের অভিযুক্ত যুবককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে, ওই নাবালিকা আপাতত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে।
Sponsored Ads
Display Your Ads Here