নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর চাঁপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলে ক্লাসের মধ্যেই মারপিট করতে গিয়ে এক ছাত্রকে বুকে ঘুষি মেরে তার সহপাঠী প্রাণে মেরে ফেললো। মৃতের নাম অভিনব জালান। বয়স ১৫ বছর। দশম শ্রেণীর ছাত্র। বাড়ি জামদানি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে।
বিদ্যালয় সূত্রে খবর, অভিনবের সাথে অন্য এক জন পড়ুয়ার ক্লাসের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে মারামারি শুরু হয়ে যায়। ওই সময় অভিনবের বুকে অন্য জন ঘুষি মারে। তাতে সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে জ্ঞানও হারায়। এরপর অভিনবকে বিদ্যালয়ের শিক্ষক ও অন্য বন্ধুরা মিলে টোটো করে আঙ্গাস ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ভদ্রেশ্বর থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়েছে। এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
অভিনবর বাবা গণেশ জালান জানান, ‘‘শিক্ষকদের সামনে ছাত্রেরা মারামারি করে কিভাবে? বিদ্যালয়ে কোনো পড়াশোনা হয় না। আমার ছেলের মৃত্যুর জন্য যে দায়ী, তার শাস্তি চাই।’’ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিকে ঝা বলেন, ‘‘আমি ঘটনার সময় বিদ্যালয়ে ছিলাম না। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য বিদ্যালয়ে গিয়েছিলাম। খবর পেয়েই হাসপাতালে আসি। শুনেছি একই ক্লাসের দুটো ছেলের মধ্যে মারামারিতে এই ঘটনা ঘটেছে।’’ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম শা বলেছেন, ‘‘মর্মান্তিক ঘটনা। ছ’মাস আগে অভিনবর দিদির হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবার অভিনবর মৃত্যু হল। আমরা দোষীর শাস্তি চাই।’’
Sponsored Ads
Display Your Ads Here