নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। আর যা নিয়ে সকলে ক্ষোভে ফেটে পড়েছেন ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন ৷ তাঁর ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন। ওই বাড়িতেই বেশ কিছুদিন অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম ‘অবনপল্লী’ হয়। এখন সেই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত ‘আবাস’ নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে।
জানা গিয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে একটি বহুতল তৈরী করা হবে। ইতিমধ্যেই প্রোমোটার সেই কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু বোলপুরবাসীর একাংশের বক্তব্য, ‘‘এভাবেই কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার, জমি হাঙরদের দখলে চলে যাবে?” তবে বিশ্বভারতী কর্তৃপক্ষের বাড়ি ভাঙার ঘটনায় প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সাথে যুক্ত এক জন কর্মী নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাতায়াতের পথে দেখেছি পুরোনো শান্তিনিকেতনের ধাঁচে বাড়ি তৈরী। সম্ভবত সেখানে কেউ থাকতেন। যদিও বাড়ির নাম ফলকে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা রয়েছে। মালিকানা বদলের আগেই দেখেছি নাম পরিবর্তন হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর তো সাধারণ মানুষ ছিলেন না। তাই তাঁর স্মৃতি বিজড়িত স্থান না ভাঙাই শ্রেয়। যেহেতু ব্যক্তিগত মালিকানাধীন। তাই আইনানুযায়ী কিছু বলা যায় না।”
Sponsored Ads
Display Your Ads Here