নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সুতির অরঙ্গাবাদে বাড়ির কাছে তার বিড়ির প্রোডাকশন অফিসে জিএসটি টিম হানা দেয়। বেশ কয়েকজনের একটি টিম সিআরপিএফের জওয়ানদের নিয়ে জাকির হোসেনের প্রোডাকশন হাউসে উপস্থিত হয়। বেশ কয়েকঘণ্টা তল্লাশি অভিযান চলে। কিন্তু কারখানায় তল্লাশি নিয়ে জাকির হোসেন ক্ষোভ উগরে দিলেন।
জানা গেছে, মূলত চলতি আর্থিকবর্ষে জিএসটি টিম ট্যাক্সের বিষয় খতিয়ে দেখতেই এই অভিযান চালায়। বেশ কিছু অসঙ্গতিও পেয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় ছয় ঘণ্টার বেশী সময় ধরে তারা ছিল। এরপর রাতেরবেলা ২ টো নাগাদ জিএসটি আধিকারিকরা জাকির হোসেনের অফিস থেকে বেরিয়ে যায়। আর কিছু নথিপত্র নিয়ে যান বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জাকির হোসেন এই তল্লাশি প্রসঙ্গে জানান, “অফিসাররা তাঁদের কাজ করেছেন। আমি সহায়তা করেছি। আট ঘণ্টা ধরে সেখানে ছিলাম। আমি আইন মেনে ব্যবসা করি। জিএসটি ও আয়কর দিই। ভয়ের কিছু কারণ নেই। ত্রিশ হাজার শ্রমিক রয়েছেন। তাদের রুটিরুজির ব্যাপার রয়েছে। তারা আতঙ্কে রয়েছেন। কাজ চলে যেতে পারে বলে তাদের মনে আতঙ্ক ছড়িয়েছে। আর আমি হয়রানি হচ্ছি, এটা ঠিক। অফিসাররা সহায়তা করেছেন। অফিসারদের বলব, তারা যেন সঠিক রিপোর্ট দেন।”
Sponsored Ads
Display Your Ads Here
এর আগে ২০২৩ সালের জানুয়ারী মাসে আয়কর দপ্তর জাকির হোসেনের অফিসে তল্লাশি চালিয়েছিল। বারবার তাঁর অফিসে হানা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, এই প্রশ্নের উত্তরে জাকির হোসেন বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না জানি না। কেন্দ্রের উপর আস্থা আছে। তারা টিম পাঠাক। তবে যদি চিঠি পাই সবচেয়ে ভালো হয়। যত কম আসবে ভালো হয়। কারণ, শ্রমিকরা কাজ হারানো নিয়ে চিন্তায় পড়েন।”
Sponsored Ads
Display Your Ads Here