মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানা এলাকায় নয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠলো গৃহশিক্ষকের বিরুদ্ধে। প্রায় দু’মাস ধরে কুকর্ম করে আসছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে রুজু হয়েছে মামলা। এদিন তাঁকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে খবর, আড়াই বছর ধরে ওই গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যায় নাবালিকা। বর্তমানে সে তৃতীয় শ্রেণির ছাত্রী। বয়স ৯। ঘটনাচক্রে আবার যে গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের বাড়ি নির্যাতিতাদের বাড়ির পাশেই। তাঁদের বাড়িতেই পড়তে আসতো নাবালিকা। পুলিশ সূত্রে খবর, গত দু’মাস ধরে পড়তে গেলেই নানা অছিলায় ওই ছাত্রীর উপর চড়াও হতেন অভিযুক্ত শিক্ষক।
Sponsored Ads
Display Your Ads Here
সোমবার সন্ধ্যাতেও এই ছাত্রী শিক্ষকের বাড়িতে পড়তে যায় রোজকার মতো। কিন্তু, সুযোগ পেতেই যৌন নির্যাতন শুরু করে দেন বলে অভিযোগ। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে সবটা খুলে বলে ওই ছাত্রী। মেয়ের মুখে সবটা জানতে পেরে আর দেরি করেনি পরিবারের লোকজন। সোজা গাইঘাটা থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের হতেই অ্য়াকশন নেয় পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুুবককে।
Sponsored Ads
Display Your Ads Here