নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর ২ জন অসুস্থ হয়ে পড়েছেন। মৃতের নাম ৫০ বছর বয়সী মৃত্যুঞ্জয় জানা ও ৫৬ বছর বয়সী মানস গিরি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকায় ৬০ বছর বয়সী কানাই জানার বাড়িতে মৃত্যুঞ্জয়বাবু বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। কিন্তু বিষাক্ত গ্যাসের দাপটে ভিতরেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বাঁচাতে কানাইবাবু সহ তার বৌমা এবং ছেলের শ্বশুর মানসবাবু ভিতরে গেলে সকলেই অসুস্থ হয়ে পড়েন। আর কিছু সময়ের মধ্যে মৃত্যুঞ্জয়বাবু ও মানসবাবুর মৃত্যু হয়েছিল। পাশাপাশি গুরুতর অসুস্থ অবস্থায় কানাইবাবু এবং ওই মহিলাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here