নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ জেলা জুড়ে অভিযান চলাকালীন মালদায় একটি মাদক কারখানার হদিশ পাওয়া গেছে। আর এই কারখানা থেকে কোটি কোটি টাকার মাদক সহ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জেলাজুড়ে বিভিন্ন থানা এলাকায় ১২ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে অধিকাংশই আন্তর্জাতিক পাচার চক্রের সাথে যুক্ত। কিন্তু কোনো জঙ্গি সংগঠনের সাথে যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মালদার কালিয়াচক থেকে ছ’জন গ্রেফতার হয়েছে। যাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন কোটি টাকার ব্রাউন সুগার। এছাড়া ছয় কেজি সোডিয়াম কার্বনেট এবং এক কন্টেইনার অ্যাসিটাইল ক্লোরাইড। গোপনে মাদক কারখানা চালাতেন বলেই ধারণা পুলিশের। এছাড়াও আরেকটি অভিযানে কলকাতা পুলিশের এসটিএফ এর জালে ববিতা মন্ডল নামে এক বছর ৩৫ এর এক মহিলা। যাঁর কাছ থেকে উদ্ধার ত্রিশ লক্ষ টাকা বাজার মূল্যের তিনশো দশ গ্রাম ব্রাউন সুগার।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে বৈষ্ণবনগর থানার অভিযানে ৯৯,৬০০ টাকার জাল নোট সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। সব জাল নোট ২০০ টাকার। দুজনেই বিহারের বাসিন্দা। ২০০ টাকার জাল নোট ইদানিং দেখা যাচ্ছে। যা আগে কখনও পাওয়া যায়নি। পুলিশ জানায় ধৃতরা প্রথমে বৈষ্ণবনগর থেকে জালনোট পাচারকারীদের কাছ থেকে ৫০০ টাকার জাল নোট নেয়, কিন্তু সেগুলোর মান খারাপ থাকায় তাঁরা ৫০০-র বদলে ২০০ টাকার জাল নোট নিয়ে যাচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আবার আর একটি ঘটনায় উন্নতমানের লোডেড আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজন মালদার হরিশ্চন্দ্রপুর থেকে। মোটরসাইকেল দূরে কোথাও রেখে তাঁরা সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার মেড ইন তাইওয়ান, ফোর পয়েন্ট ফাইভ এম এম ইম্প্রোভাইসড রিভলবার। রিভলবারটি লোডেড ছিল। উদ্ধার হয়েছে ছয় রাউন্ড কার্তুজও।
Sponsored Ads
Display Your Ads Here