নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের নতুনহাট গুসকরা রোডে মঙ্গলকোটের আটঘড়ার কাছে গাড়ি চাপা দিয়ে তৃণমূল কর্মীকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠলো। মৃত তৃণমূল কর্মী লালু শেখ। বাড়ি মঙ্গলকোটের কল্যাণপুরে। অল্পের জন্য তৃণমূলের অঞ্চল সভাপতি মফিজুল শেখ রক্ষা পেলেন। তবে এই ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এদিন লালু ও মফিজুল বর্ধমানের কাটোয়া আদালতে একটি কাজ সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বর্ধমানের কোকগ্রামের কাছে ওই মোটরবাইকে আচমকা একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে। আর লালু গাড়ির তলায় পিষে গেলে তাকে ওই অবস্থায় গাড়িটি টেনে হিঁচড়ে অনেক দূরে নিয়ে যায়। এরপর দু’জনকেই উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে লালু শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। আর গুরুতর আহত অবস্থায় মফিজুলকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। লালুর পরিবারের অভিযোগ, “এটি দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে।” তৃণমূল নেতৃত্বের দাবী, “মফিজুলকে টার্গেট করেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। যদিও পুলিশ ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।”
Sponsored Ads
Display Your Ads Here