নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফেরার পথে ট্রেনের ভিতরেই দমবন্ধ হয়ে ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত যাত্রীর নাম রমেশ জয়ওয়াল। বাড়ি শিলিগুড়িতে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ ই ফেব্রুয়ারী রমেশ এক বন্ধুর সঙ্গে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মহাকুম্ভে পূণ্যস্নানও করেছিলেন। এরপর ১০ ই ফেব্রুয়ারী রাজধানী এক্সপ্রেসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় থাকায় বসার জায়গাও পাননি। শেষে প্রবল ভিড়ের ফলে দমবন্ধকর পরিস্থিতি হয়। আর অস্বস্তিও তৈরী হয়। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনের মধ্যেই মৃত্যু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তারপরে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের তরফে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। এদিকে, গতকাল বাংলার আরো দু’জনের বিহারের সাশারাম এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃতের মধ্যে একজন ৪০ বছর বয়সী লক্ষী চক্রবর্তী ও অন্যজন দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল গ্ৰামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য উজ্বল দাসের স্ত্রী ৩৮ বছর বয়সী জিতু দাস ছিল। এছাড়া চার জন গুরুতর আহত হয়েছেন।