নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ মাধ্যমিকের মাত্র দু’টি পরীক্ষা শেষ হয়েছে। সামনে ইতিহাস পরীক্ষা। কিন্তু ওই পরীক্ষার আগেই নদীয়ার কল্যাণীর হালিশহরের পরীক্ষার্থী নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারে দুঃশ্চিন্তা নেমে এসেছে। নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রের নাম অর্কদ্যুতি সরকার।
পরিবার সূত্রে খবর, অর্কদ্যুতি ইতিহাস পরীক্ষার উত্তরপত্র জেরক্স করাতে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজ শুরু করেন। থানায় নিখোঁজ ডায়েরী করা হলে বীজপুর থানার পুলিশ ও হালিশহর থানার পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারেন, রবিবার তাকে নিজের পাড়াতেই শেষ দেখা গিয়েছিল। তবে তারপর থেকেই বেপাত্তা। আপাতত পুলিশী তদন্ত জারি রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here