নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়ে একটি পথ দুর্ঘটনার কবলে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো ৪৪ বছর বয়সী আল্পনা মাহাতো, ৪৫ বছর বয়সী জাগরী মাহাতো ও ৬৫ বছর বয়সী কুন্তি মাহাতো। বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামে। মৃতরা তিন জনেই একই পরিবারের আত্মীয়।
পরিবার সূত্রে খবর, গত রবিবার আল্পনা দেবী, জাগরী দেবী এবং কুন্তি দেবী আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় হাসপাতাল মোড় থেকে প্রয়াগরাজের কুম্ভমেলার উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়েছিলেন। বাসে প্রায় ষাট জন তীর্থযাত্রী ছিলেন। এদিন বাসটি প্রয়াগরাজে পৌঁছানোর পর একটি জায়গায় থামলে পুণ্যার্থীরা বাস থেকে নেমে হাতমুখ ধুচ্ছিলেন। ওই সময় আল্পনা দেবী, জাগরী দেবী এবং কুন্তি দেবী রাস্তা পারাপার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। আর এই দুর্ঘটনার পরেই বাকিদের কাছ থেকে আল্পনা দেবী, জাগরী দেবী ও কুন্তি দেবীর পরিবারের কাছে খবর যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
স্বজন হারানোর খবর বাড়িতে পৌঁছাতেই মৃতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পুরুলিয়া জেলা পুলিশের কাছেও এই বিষয়ে তথ্য আসে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার থানার সাথে যোগাযোগের চেষ্টা চলছে। আর মৃতদেহগুলি জেলায় ফিরিয়ে আনা হবে কিভাবে, সেই বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”