নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে তীব্র বিস্ফোরণে পরিত্যক্ত বাড়ির শৌচালয় সহ একাংশ উড়ে গেল। পাশাপাশি গোটা এলাকা কেঁপে উঠেছে। এই বোমা বিস্ফোরণের জেরে এলাকায় বোমাতঙ্ক ছড়িয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কুড়ি বছর ধরে এই বাড়িতে কেউ বসবাস করেন না। বাড়ির দম্পতি মারা যাওয়ার পর থেকে বাড়িতে কেউ থাকেনও না। আর দুই ছেলে ও এক মেয়ে অন্য জায়গায় থাকায় ঘর-বাড়ি তালা দেওয়া থাকে। কাউকে যেতে আসতেও দেখা যায় না। কিন্তু এদিন আচমকাই ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কেতুগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বিস্ফোরণের জেরে ওই বাড়ির একাংশ ভেঙে পড়েছে। তবে পরিত্যক্ত বাড়িতে বোমা রাখলো কে বা কারা তা ভালোভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।