পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় রাস্তা থেকে এক নবম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। আর এই খবর চাউর হতেই উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নাবালিকা বাড়ির পাশেই একটি দোকানে গিয়েছিল। কিন্তু অভিযুক্তরা রাস্তায় পথ আটকে তার মুখ চেপে এলাকার একটি নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বাজায় সেই কেউ চিৎকার শুনতে পায়নি। এই সুযোগে নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এদিকে নাবালিকা বাড়ি না ফেরায় তার মা খুঁজতে বেরোন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে দেখতে পান। এদিকে দু’জন যুবক ওই মহিলাকে দেখতেই পালিয়ে যায়। প্রাথমিকভাবে ওই মহিলা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি। পরে জানাজানি হতেই প্রতিবেশীরা ওই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেন।