নিজস্ব সংবাদদাতাঃ ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকায় ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জেরে দুই পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুরের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের সঙ্গে এলাকার দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেহবুব আলম ও তাঁর লোকজন ড্রেনে জল ফেলতে বাধা দেয় শাহনওয়াজের লোকজনেদের। শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের চারজন জখম হন। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম। তিনি বলেন, “এই হামলা পূর্ব পরিকল্পিত। সব ফুটেজ আমার কাছে আছে। আমার বাড়িতে হামলা চালিয়েছে। শাহনওয়াজের ভাইয়ের স্ত্রী পঞ্চায়েতের সদস্য। কিন্তু, শাহনওয়াজই সবকিছু দেখে। সে আমার বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করছিল।”
ড্রেন জল ফেলতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে মেহবুব বলেন, ড্রেনের জল যে ব্যক্তির জমিতে পড়ে, তিনি বাধা দিয়েছেন। কারণ, ড্রেনের জল জমিতে পড়ায় তাঁর রবিশস্য নষ্ট হচ্ছে। এতে তাঁর কোনও হাত নেই বলে দাবি করলেন মেহবুব।