মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ শুক্রবার সন্ধ্যেবেলা নাগাদ উত্তর চব্বিশ পরগণার ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে ডানকুনিতে দিল্লি রোডের ধারে গুলিবিদ্ধ হয়ে এক জন যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বান্টি সাউ। পেশায় জেসিবি চালক। বাড়ি ডানকুনি বন্দের বিলের নিকট। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বান্টি শ্রীরামপুর থেকে বাইক নিয়ে দিল্লি রোড ধরে কলকাতার দিকে যাচ্ছিল। কিন্তু ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি কাছে কেউ বা কারা তাকে লক্ষ করে গুলি চালায়। এতে বান্টির বুকের বাম দিকে গুলি লেগেছে। চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বান্টিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের সাথেও কথা বলছেন। পাশাপাশি গোটা এলাকা ঘিরে রেখেছেন। তবে ঘটনাটির আসল সত্যতা কি তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here