পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণায় নবম শ্রেণীর এক ছাত্রীর গোপন ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মূল অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জানা গিয়েছে, ওই ছাত্রী দাদু ও ঠাকুমার কাছে থাকত। আর ধৃতের কাছে অ্যানড্রয়েড মোবাইল থাকায় তা মাঝেমধ্যে দেখতে চাইত। এবার ওই সুযোগে ওই ছাত্রীকে ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ও গোপন ছবি তুলে রাখে। এরপর সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করে। কিন্তু গতকাল আবারও একই ঘটনা ঘটায়, ওই ছাত্রী বিষয়টি ঠাকুমাকে জানায়। তারপর তিনিফ প্রতিবেশীদের জানাতেই সকলে অভিযুক্ত বৃদ্ধকে চেপে ধরেন। পাশাপাশি থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ওই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে।