Indian Prime Time
True News only ....

ফের ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ফের শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হবে। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলার জেরে প্রায় সাড়ে নয় ঘণ্টার বেশী সময় রেল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এদিন রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৮ ই ফেব্রুয়ারী রাতেরবেলা ১০ টা ১৫ মিনিট থেকে পরদিন অর্থাৎ ৯ ই ফেব্রুয়ারী সকালবেলা ৮টা অবধি পাওয়ার ব্লক থাকায় লোকাল ট্রেন বাতিল হওয়ার পাশাপাশি বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শনিবার ৮ তারিখ ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকছে। আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল বাতিল থাকছে। আর রবিবার ৯ তারিখ ডায়মন্ড হারবার–শিয়ালদহ- আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩, ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০, সোনারপুর–ডায়মন্ড হারবার- ডাউন ৩৪৮৮২,ডায়মন্ড হারবার–বারুইপুর- আপ ৩৪৮৯১ বাতিল থাকছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেগুলি হলো- ৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ–ডায়মন্ড হারবার,শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে। ৩৪৮৫৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে এসে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে। ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ০৯.০২.২০২৫ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে। ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored