নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর একটি বিদ্যালয়ে তিন জন শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলো। আর বিষয়টি প্রকাশ্যে আসে ওই ছাত্রীর বিদ্যালয়ে না আসার কারণ খুঁজতে গিয়ে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত তিন জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে খবর, মাসখানেক ধরে ওই ছাত্রী বিদ্যালয়ে আসছিল না। এরপর প্রধানশিক্ষক তার অনুপস্থিতির কারণ খোঁজার চেষ্টা করেন। আর ওই ছাত্রীর অভিভাবকদের ডেকে পাঠান। তারপর ওই ছাত্রীর মা জানান, “একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পরই মেয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিল। আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ছিল। মাঝেমধ্যেই অসুস্থ বোধ করত। বিদ্যালয় যাওয়াও বন্ধ করে দিয়েছিল। এই ঘটনার কথা ভয়ে বাড়িতে কাউকে বলতে পারেনি। আর বিদ্যালয় না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ভয়ে চুপ করে থাকত।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
অবশেষে অনেক জিজ্ঞাসাবাদের পর ঘটনাটি জানায়। এরপর ওই ছাত্রীর মা প্রধানশিক্ষককে গোটা ঘটনার কথা জানালে তিনি ওই ছাত্রীর মাকে তিন জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। ফলে তার মা পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি জেলা শিশু সুরক্ষা দপ্তরেও অভিযোগ জানান। পুলিশ ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তিন জন শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে গ্রেফতার করেন। এদিকে, ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই অভিভাবকেরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। আর অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তুলেছেন।