নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাসে ট্রেনের ফাঁকা কামরায় মহিলাকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ উঠলো ১ জন কুলির বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছেন।
সূত্রের খবর, শনিবার মাঝ রাতে এক জন মধ্য বয়সী মহিলা ও তার ছেলে দূরপাল্লার ট্রেনে করে বান্দ্রা টার্মিনাসে এসে পৌঁছান। এরপর ওই ট্রেন থেকে নেমে পাশের প্ল্যাটফর্ম থেকে আরেকটি ট্রেনে ওঠেন। ওই সময় ট্রেনের কামরায় ওই মহিলা ও একজন কুলি ছাড়া কেউ ছিল না। আর ঠিক এই সুযোগে কুলি ওই মহিলাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর ওই মহিলা রক্তাক্ত অবস্থায় বান্দ্রা জিআরপি স্টেশনে অভিযোগ জানালে রেলওয়ে পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেন। আর ওই কুলির বিরুদ্ধে ধর্ষণের ধারা যোগ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here