মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ছোটো জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায় জমির পাশে এক জন যুবকের মুন্ডুহীন ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এমনকি মৃতের দেহ থেকে যৌনাঙ্গও উপড়ে নেওয়া হয়েছে। যা দেখে সকলে শিউরে ওঠেন। এখনো যুবকের নাম-পরিচয় জানা না গেলেও বয়স প্রায় ৪০ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক জন চাষী কৃষিজমির মাঠে হাত-পা বাঁধা অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখে দত্তপুকুর থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুন্ডুহীন দেহ উদ্ধার করেন। এছাড়া কাটা মুন্ডুর খোঁজ চালাচ্ছেন। এখান থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে খুনের আগে সেখানে মদ্যপানের আসর বসেছিল।
পুলিশ জানিয়েছে, “সম্প্রতি ওই এলাকায় কোনো যুবক নিখোঁজ হয়েছেন কিনা, তা দেখা হচ্ছে। আর আশপাশের থানা এলাকায় ও পড়শি জেলার থানাগুলিকেও বিষয়টি জানানো হয়েছে।” তবে প্রমাণ লোপাটের জন্য যুবকের দেহ সামান্য পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দেহ শনাক্তকরণেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।