Indian Prime Time
True News only ....

বাজেট পেশের আগেই কমলো গ্যাস সিলিন্ডারের মূল্য

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হওয়ার আগেই দেশবাসীর কাছে স্বস্তির খবর এসেছে। মাসের প্রথমেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। আইওসিএলের (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড) তথ্য অনুযায়ী, এই নিয়ে পরপর দু’মাস গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। আর দু’মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় কুড়ি টাকারও বেশী কমেছে। তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি।

কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম চার টাকা করে কমে ১ হাজার ৯০৭ টাকা হয়েছে। দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা করে কমে ১ হাজার ৭৯৭ টাকা হয়েছে। মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬.৫ টাকা করে কমে যথাক্রমে ১ হাজার ৭৪৯.৫০ টাকা এবং ১ হাজার ৯৫৯.৫০ টাকা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অতএব, দু’মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০ টাকা, চেন্নাইতে ২১ টাকা আর দিল্লি ও মুম্বইতে ২১.৫ টাকা কমেছে। কিন্তু ২০২৪ সালের মার্চ মাসে বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হয়নি। শুধু বাণিজ্যিক গ্যাসের দামের পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে কলকাতায় সিলিন্ডার প্রতি ঘরোয়া গ্যাসের দাম ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored