Indian Prime Time
True News only ....

কুম্ভমেলার স্পেশাল ট্রেনের উপর চললো হামলা

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ দেশের বিভিন্ন রাজ্য থেকে রেল কুম্ভমেলা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। তেমনই উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে প্রয়াগরাজে পুণ্যার্থীদের যাওয়ার জন্য কুম্ভমেলা স্পেশাল ট্রেন চলছে। শনিবার এই ট্রেন হরলপুর স্টেশনে পৌঁছাতেই সেটিকে লক্ষ্য করে একের পর এক পাথর উড়ে আসে। আর পাথরের আঘাতে বেশ কয়েকটি কামরার জানলার কাচ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়।

সূত্রের খবর, হরলপুর স্টেশনে বিপুল সংখ্যায় পুণ্যার্থী অপেক্ষা করছিলেন। ঝাঁসি থেকে এই স্টেশনে পৌঁছাতে দু’ঘণ্টা সময় লাগে। কিন্তু ট্রেন স্টেশনে ঢোকার পর অপেক্ষারত যাত্রীরা উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, ‘‘ট্রেনের সবক’টি কামরার দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিপুল সংখ্যক পুণ্যার্থী দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রেনে উঠতে না পেরে উত্তেজিত হয়ে পড়েন।’’ এরপরই বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনে ইট, পাথর ও লাঠি নিয়ে হামলা চালান। এই ঘটনায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আর শিশু সহ মহিলারা ভয়ে কান্নাকাটি করতে থাকেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রেলের মুখপাত্র মনোজ সিংহ জানান, ‘‘যাত্রীদের কাছে অনুরোধ আপনারা এই ধরণের ঘটনা থেকে বিরত থাকুন। কুম্ভমেলায় যাওয়ার জন্য আমরা স্পেশাল ট্রেন চালাচ্ছি। পুণ্যার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored