নিজস্ব সংবাদদাতাঃ পুণেঃ মহারাষ্ট্রে গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পুণেতে গুলেন বারি আক্রান্তের সংখ্যা ১০১ এ পৌঁছেছে। এবার এই অজানা রোগে এক জন রোগীর মৃত্যুও হয়েছে। এই রোগ হলো বিরল স্নায়ুজনিত রোগ। যা স্নায়ুতে আক্রমণ করে। ফলে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। সেখান থেকে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায় পড়ে। রোগীরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।
সূত্রের খবর, গত ১৮ ই জানুয়ারী এক জন রোগীকে সোলাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই রোগীর ডায়েরিয়া ছিল। পাশাপাশি সর্দিকাশিও ছিল। প্রাথমিকভাবে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয়। কিন্তু গতকাল হঠাৎ অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট হয়। এরপরই তার মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
ইতিমধ্যেই প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আক্রান্তদের স্বাস্থ্যও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তবে এই সংক্রমণ ছড়াচ্ছে কিভাবে তা স্পষ্টভাবে জানা না গেলেও, চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সকলের প্রাথমিক অনুমান, অস্বাস্থ্যকর খাবার বা পানীয় জল থেকেই এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code