অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কল সেন্টার দুর্নীতিতে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকরা শহর জুড়ে তল্লাশি অভিযানে নামেন। আর এই অভিযানে নেমে প্রচুর সোনা ও নগদ টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, এক কোটি আশি লক্ষ টাকার সোনা উদ্ধার হয়। তদন্তকারীরা মনে করছেন, “কল সেন্টার জালিয়াতির টাকায় কেনা সোনা ডিরেক্টরদের বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে।” এমনকি বিদেশী নাগরিকদের ঠকিয়ে টাকা হাতানোর অভিযোগও উঠেছে। তাই সমস্ত ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালানো শুরু হয়।
চলতি সপ্তাহে একটি কল সেন্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দশ জায়গায় তল্লাশি চালানো হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জ, নিউটাউন, বাগুইআটি, সেক্টর ফাইভ সহ হাওড়ার একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়। এর মধ্যে কলকাতার এক জন ব্যবসায়ী নজরে রয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, “বিদেশী নাগরিকদের সফটওয়্যার পরিষেবার নাম করে ফোন করা হত। এরপর তাদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হত।
Sponsored Ads
Display Your Ads Here
ওই কল সেন্টারের মাধ্যমে শুধু সফটওয়্যার পরিষেবাই নয়, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন এবং একাধিক পরিষেবা পাইয়ে দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।” তদন্তকারীরা এও জানতে পেরেছেন, ক্রিপ্টো কারেন্সিতে প্রায় ত্রিশ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। প্রতারণার টাকায় প্রচুর পরিমাণে সোনাও কেনা হয়। তল্লাশিতে সেই সোনাই বাজেয়াপ্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here