নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার বালি ব্রিজে যানচলাচল নিয়ন্ত্রণের জন্য যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। সাধারণ মানুষকে বাস ধরতে যাতে লম্বা রাস্তা হাঁটতে না হয় তাই বালিহল্ট ও বালি স্টেশনের মাঝে পাঁচিল তৈরী করা হয়েছে। কিন্তু আজ অফিসের ব্যস্ত সময়ে বালি ব্রিজের উপর যান চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। শ্লথ গতিতে গাড়ির চাকা এগিয়ে চলেছে। শেষে উপায় না দেখে যাত্রীরা একপ্রকার বাধ্য হয়ে ব্রিজের উপর দিয়েই হাঁটা শুরু করেছেন।
যাত্রীদের কথায়, “কাল থেকে প্রচুর অসুবিধা হচ্ছে। বাসের পিছনে ছুটতে-ছুটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।” আবার অনেকে জানান, “আড়াই তিন কিলোমিটার হাঁটতে হচ্ছে। তারপর সেই তার পেরিয়ে বাসে উঠতে হচ্ছে।” শুধু বাস চলাচল নয়। অফিস টাইমে আবার রাস্তা কার্যত বন্ধ হয়ে পড়ায় যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। শয়ে শয়ে গাড়ির লম্বা লাইন হয়ে পড়েছে। শেষমেশ হাজার-হাজারে মানুষ ফুট ধরে বালি ব্রিজ থেকে হাঁটা শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত, আগামী ২২ শে জানুয়ারী রাত ১২টা থেকে ২৭ শে জানুয়ারী ভোরবেলা ৪টে অবধি বালি ব্রিজে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। বালি ব্রিজের ট্রেন লাইনের মেরামতি এবং বালির সিসিআর ব্রিজে বালি হল্টের কাছে মেরামতি হবে। রেললাইনের গার্ডারও পরিবর্তন করা হবে। এর জন্যই বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের কাজ করা হয়েছে বলে জানা যাচ্ছে।