নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ ফের মালদা। আজ আবার মালদার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চললো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এদিন কালিয়াচক থানার পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাইলাপুরে কিছু দুষ্কৃতীকে ধরতে তল্লাশি অভিযান চালিয়েছিল। কিন্তু এরই মাঝে এলাকাবাসীদের সঙ্গে বচসা শুরু হলে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপরই গোলমালকারীরা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায়। তারপর পরিস্থিতি আয়ত্তে আনতে শীঘ্র পুলিশের আরেকটি দল এলাকায় ছুটে যায়। ইতিমধ্যে সেই ঘটনাকে কেন্দ্র করে একজনকে গ্রেফতার করা হয়েছে আর দু’জনকে আটক করা হয়েছে। তবে এটাই প্রথম নয়। বার বার পুলিশের উপর আক্রমণের ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।